‘শেষ বিকেলের মেয়ে’ উঠে এসেছে টিভি পর্দায়

By স্টার অনলাইন রিপোর্ট
22 May 2019, 11:31 AM
UPDATED 22 May 2019, 17:34 PM

জহির রায়হানের কালজয়ী উপন্যাস ‘শেষ বিকেলের মেয়ে’ থেকে নির্মিত হলো টিভি নাটক। বঙ্গের প্রযোজনায় উপন্যাস থেকে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান রেজাউল।

নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া জাহান প্রভা, অর্ষা, তাসনুভা তিশা, দিলারা জামান, মাসুম বাশার প্রমুখ।

হাসান রেজাউল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি সাহিত্য নির্ভর কাজগুলো বেশি করে থাকি। ‘শেষ বিকেলের মেয়ে’ নামটি পরিবর্তন করা হতে পারে।”

“চারদিন ধরে নাটকটির শুটিং হয়েছে” উল্লেখ করে তিনি আরও বলেন, “গল্পের জন্য জহির রায়হানের পরিবারের কাছ থেকে এনওসি নেওয়া হয়েছে। কষ্ট হয়েছে কাজটি করতে।”

‘শেষ বিকেলের মেয়ে’ ঈদে প্রচারিত হবে এনটিভিতে।