‘মুখভর্তি হাসি’ নিয়ে ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলবেন হোল্ডাররা

By স্পোর্টস ডেস্ক
31 May 2019, 07:24 AM
UPDATED 31 May 2019, 13:38 PM

১৯৭৫ ও ১৯৭৯। ক্রিকেটের প্রথম দুই বিশ্ব আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩ সালেও ফাইনাল খেলেছিল তারা। এরপর মরা গাঙ। সেই গাঙে ঢেউয়ের ছোঁয়াও হয়তো লেগেছে কখনো সখনো! কিন্তু তাতে জোয়ার আসেনি। ফলে সংখ্যায় বাড়েনি তাদের শিরোপাও। এবারের বিশ্বকাপেও তারা ফেভারিট নয়। তবে সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের দাবি, এবারের বিশ্বকাপে ‘অঘটন’ ঘটাতে পারে ক্যারিবিয়ানরা। সেই মন্তব্যটা পৌঁছেছে দলটির অধিনায়ক জেসন হোল্ডারের কানেও।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে উইন্ডিজকে নেতৃত্ব দিতে যাওয়া হোল্ডার পিটারসেনের ভবিষ্যদ্বাণীকে ইতিবাচকভাবেই নিয়েছেন। ‘অঘটন’ ঘটানো প্রসঙ্গে অবশ্য মুখ খোলেননি তিনি। কারণ, বিশ্বজয় করতে হলে পাড়ি দিতে হবে বন্ধুর পথ! তাই বলে স্বপ্ন দেখবে না ক্লাইভ লয়েড-ভিভ রিচার্ডসের উত্তরসূরিরা?

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ (৩১ মে) পাকিস্তানের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে গতকাল গণমাধ্যমের কাছে হোল্ডার কিছুটা ঘুরিয়ে-পেঁচিয়ে জবাব দেন, নিজেদের ‘স্টাইলে’ ক্রিকেট খেললে কোনো কিছুই কঠিন নয় তাদের জন্য!

তা হোল্ডারদের ‘স্টাইল’টা কেমন? ক্রিকেটপ্রেমীরা ভালোই জানেন ক্রিস গেইল-আন্দ্রে রাসেলদের ক্রিকেটীয় দর্শন! তবুও শুনুন হোল্ডারের মুখ থেকে, ‘এমন একটা সময়ে আমরা বিশ্বকাপ খেলতে এসেছি যখন দলের প্রতিটি খেলোয়াড় ফুরফুরে মেজাজে আছে। সবাই “মুখভর্তি হাসি” নিয়ে খেলছে। আর এভাবেই আমরা সেরা ক্রিকেট খেলি। আমরা “ভয়ডরহীন”। আমরা যা করছি তা আমরা উপভোগ করছি। আমরা একে অপরের সঙ্গ উপভোগ করছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমরা উপভোগ করছি। বাকিটা মাঠে দেখা যাবে।’

নিজেদের মধ্যে বোঝাপড়াটা চমৎকার হওয়া দরকারি, তবে মাঠের কাজটাই আসল- আবারও মনে করিয়ে দেন হোল্ডার, ‘আমাদের যে পরিকল্পনাগুলো আছে, সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। এরকম একটি টুর্নামেন্টে এটাই মূল চাবিকাঠি। ওয়েস্ট ইন্ডিজ হোক কিংবা ইংল্যান্ড কিংবা ভারত কিংবা অন্য কেউ, আমি মনে করি যারা তাদের পরিকল্পনা কাজে লাগাতে পারবে এবং অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি শৃঙ্খলা দেখাতে পারবে, তারাই সেরা হবে।’

আরও পড়ুন:

টানা ১০ ম্যাচ হারের কথা ভুলে গেছে পাকিস্তান