অসিদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

By স্পোর্টস ডেস্ক
1 June 2019, 12:20 PM
UPDATED 1 June 2019, 18:38 PM

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দেও আছে দলটি। এবার বিশ্বকাপের অন্যতম প্রধান দাবীদার। সেই অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটি খেলছে টেস্ট ক্রিকেটের নবীন সদস্য আফগানিস্তানের বিপক্ষে। তবে প্রথম ম্যাচে টস ভাগ্য সঙ্গে যায়নি তাদের। টস হেরে ফিল্ডিং করতে হবে তাদের। টস জিতে ব্যাটিং নিয়েছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।

এ ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ম্যাচে ফিরলেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও তার সাবেক ডেপুটি ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং কাণ্ডে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তারা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মার্চে। তবে এখনও জাতীয় দলের হয়ে খেলতে পারেননি কোন আন্তর্জাতিক ম্যাচ। অবশ্য আইপিএলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন দুইজনই। এর আগে অবশ্য খেলেছেন বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে। কোনোটাই অবশ্য অফিসিয়াল ওয়ানডে হিসেবে স্বীকৃতি পায়নি।

দীর্ঘ ১৫ মাস পর জাতীয় দলের জার্সিতে স্মিথের একাদশে থাকাটা নিশ্চিতই ছিল। চোটে থাকা ওয়ার্নারকে নিয়ে ছিল শঙ্কা। তবে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন তিনি। তবে তাদের নিয়ে শঙ্কা অন্যখানে। ইংলিশ দর্শকদের সামনে ব্যাটিং করাটা সহজ হবে না তাদের জন্য। প্রস্তুতি ম্যাচগুলোতে তার প্রমাণ মিলেছে। তাদের দুজনকে পুরোটা সময় দুয়ো দিয়েছেন ইংলিশ সমর্থকরা।

অন্যদিকে নিজেদের একাদশে কিছুটা বিস্ময় উপহার দিয়েছে আফগানিস্তান। সদ্য সাবেক হওয়া অধিনায়ক আসগর আফগানকে দলে রাখেনি দলটি। তার জায়গায় হাসমতউল্লাহ শাহিদি দলে নিয়েছে তারা।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, নাথান কোল্টার-নাইল, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, দৌলত জাদরান।