অসিদের ব্যাটিং করতে পাঠিয়েছে উইন্ডিজ

By স্পোর্টস ডেস্ক
6 June 2019, 08:44 AM
UPDATED 6 June 2019, 15:11 PM

নিজেদের প্রথম ম্যাচে দুই দলই পেয়েছে দুর্দান্ত জয়। দুই দলেরই আত্মবিশ্বাস টগবগে। এবার এগিয়ে যাওয়ার লড়াই। লড়াইয়ের শুরুতে টস ভাগ্য জিতে নিয়েছে উইন্ডিজ। আগের ফিল্ডিং বেছে নিয়েছেন দলের অধিনায়ক জেসন হোল্ডার। অর্থাৎ আগে ব্যাট করবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

এগিয়ে যাওয়ার লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। উইন্ডিজের স্পিন দুর্বলতা ভেবে স্পিন বিভাগ শক্তিশালী করতে নাথান লায়নকে যোগ করতে চাইলেও শেষ মুহূর্তে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছেন তারা।

অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে চোট পেয়েছিলেন উইন্ডিজ তারকা ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। দুজনেই রয়েছেন এদিনের ম্যাচে। তারপরও একাদশে পরিবর্তন এনেছে দলটি। অফফর্মে থাকা ড্যারেন ব্রাভোর জায়গায় বিধ্বংসী ওপেনার এভিন লুইসকে একাদশে এনেছে দলটি।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে মাঠে নামার আগে পরিসংখ্যানে অবশ্য অনেক এগিয়ে আছে অস্ট্রেলিয়া। মুখোমুখি ১৩৯টি লড়াইয়ে ৭৩টি ম্যাচ জিতেছে তারা। হেরেছে ৬০টিতে। বিশ্বকাপের ইতিহাসে অবশ্য এগিয়ে উইন্ডিজ। ৯ বারের মোকাবেলায় ৫ বার জিতেছে ক্যারিবিয়ান দলটি। ৪বার জিতেছে অসিরা।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাওজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়িনিস, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, নাথান কোল্টার নাইল, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

উইন্ডিজ: ক্রিস গেইল, এভিন লুইস, শেই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল ও ওশান থমাস।