বিশ্বচ্যাম্পিয়নদেরও ভোগাচ্ছে উইন্ডিজ পেসাররা

By স্পোর্টস ডেস্ক
6 June 2019, 10:34 AM
UPDATED 6 June 2019, 19:11 PM

উইন্ডিজ পেসারদের গতি ও বাউন্সে বেশ ভুগতে হয়েছিল পাকিস্তানি ব্যাটসম্যানদের। এমনকি তাদের সামলাতে না পেরে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল তারা। এবার সে ধারায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগাচ্ছেন ওশেন থমাস, শেল্ডন কটরেল, আন্দ্রে রাসেলরা। পাওয়ার প্লেতেই অসি টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তারা।

নামের আগে আনপ্রেডিক্টেবল তকমা ছিল বলেই পাকিস্তানের বিপক্ষে জয়টাকে আমলে নেয়নি অনেকেই। আবার পাকিস্তানের নামের আগেও একই তকমা থাকায়, তাদের ব্যর্থতাকেও একই ভাবে দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু যে এবার ভিন্ন কিছু করতে চায় তা অসিদের ভুগিয়েই প্রমাণ করে দিচ্ছে উইন্ডিজ।

এদিন টস জিতেছিল ক্যারিবিয়ানরা। প্রথম বলটা ওয়াইড হয় থমাসের, যা ধরতে পারেননি উইকেটরক্ষকও। তবে স্বাভাবিক ধারায় ফিরতে সময় নেননি থমাস। পরের ওভারে ফিরেই অসাধারণ এক বলে কট বিহাইন্ড করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। দারুণ লেংথে রাখা বলটি হালকা আউট সুইং করে ফিঞ্চের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় শাই হোপের হাতে।

পরের ওভারে তোপ দাগান শেল্ডন কটরেল। ফেরান ডেভিড ওয়ার্নারকে। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং পরিবর্তন করেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। বল হাতে আসেন আন্দ্রে রাসেল। এসেই ফেরান ইনফর্ম ব্যাটসম্যান উসমান খাওজাকে । অবশ্য উইকেটের পেছনে দারুণ ক্যাচ নিয়েছেন শেই হোপ।

অসি শিবিরে পরের ওভারে বড় ধাক্কাটা দেন কটরেল। এবার বিদায় করেন ফর্মের তুঙ্গে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে। তার বাউন্সারে হুক করতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু ব্যাটের কানায় লেগে উঠে যায় আকাশে। সে ক্যাচ ধরতে কোন বেগ পেতে হয়নি উইকেটরক্ষক হোপকে। ফলে দলীয় ৩৮ রানেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে বড় চাপে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে অসিদের আশা জাগিয়ে এক প্রান্ত ধরে রেখেছেন স্টিভ স্মিথ। জুটি বেঁধেছেন মার্কাস স্টয়নিসের সঙ্গে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অসিদের সংগ্রহ ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৮ রান।