ফিঞ্চের প্রিয় প্রতিপক্ষ পাকিস্তান!

By স্পোর্টস ডেস্ক
12 June 2019, 10:27 AM
UPDATED 12 June 2019, 17:42 PM

হালের অন্যতম সেরা ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়া দলের অধিনায়কও বটে। আধুনিক ক্রিকেটে যেভাবে দাপটের সঙ্গে ব্যাট করেন তাতে যে কোনো প্রতিপক্ষের জন্যই তিনি ভয়ঙ্কর। তবে পাকিস্তানকে পেলেই যেন আরও জ্বলে ওঠেন এ ক্রিকেটার। পাকিস্তানি বোলারদের যেভাবে তুলোধুনো করেন তাতে মনে হতেই পারে এ দলটি যেন তার প্রিয় প্রতিপক্ষ।

টন্টনে এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুতে ধীর গতিতে ব্যাট করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হন ফিঞ্চ। প্রথম ২৫টি রান করতে বল খেলেন ৪৩টি। এরপর সেই ফিঞ্চ শেষ পর্যন্ত খেলেছেন ৮৪ বলে ৮২ রানের ইনিংস। তার অনবদ্য ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে শেষে ২ উইকেটে ১৯১ রান তুলেছে দলটি।

তবে এদিনের পরিসংখ্যান বিবেচনায় নয়, চলতি বছরে পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষেই খেলতে পছন্দ করেন ফিঞ্চ। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে মোট ৬টি ম্যাচ খেললেন ফিঞ্চ। আর এ ছয় ম্যাচে তার সংগ্রহ ৫৩৩ রান! যার মধ্যে আছে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি। দুবাইয়ে তার ব্যাটে চড়েই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল তারা। ৫ ম্যাচে করেছিলেন ৪৫১ রান।

অথচ ২০১৯ সালে মোট ১৭টি ম্যাচ খেলেছেন ফিঞ্চ। আর এ ১৭ ম্যাচে তিনি রান করেছেন ৮২৪। অর্থাৎ পাকিস্তান ছাড়া অন্য প্রতিপক্ষের সঙ্গে মোকাবেলা করে ১১ ম্যাচে করেছেন মাত্র ২৯১। তাই বলা যেতেই পারে ফিঞ্চের প্রিয় প্রতিপক্ষ পাকিস্তানই।