ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টির বাগড়া, হয়নি টস

By স্পোর্টস ডেস্ক
13 June 2019, 09:28 AM
UPDATED 13 June 2019, 15:33 PM

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এর মধ্যেই নতুন রেকর্ড গড়েছে ইংল্যান্ড বিশ্বকাপ। এবার চোখ রাঙাচ্ছে সে রেকর্ডটি আরও সমৃদ্ধ করতে। বৃহস্পতিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচেও বাগড়া দিয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে হয়নি টস।

গত কয়েক দিনের বৃষ্টিতে এমনিতেই মাঠ ভারী হয়ে ছিল। এদিন তাই মাঠ খেলার মতো উপযোগী করতে কিছুটা সময় লাগছিল। কাজও অনেকটা এগিয়েছিল। কিন্তু স্থানীয় সময় সোয়া ১০টার দিকে আবার শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তাই নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু হচ্ছে না।

সকালে মাঠ পরিদর্শন করে আম্পায়াররা জানিয়েছিলেন, পিচ ঠিক আছে। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে আউটফিল্ড বেশ ভারী হয়ে আছে। এমন মাঠে খেললে খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার সম্ভাবনা অনেক। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। এমনকি নেই বাতাসও। উইকেট খেলার মতো উপযোগী হলেও আউটফিল্ডের কারণে ৭৫ মিনিট পর পরবর্তী পরিদর্শনে যাবে তারা।

এদিকে এবারের আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। প্রথমে শ্রীলঙ্কা-পাকিস্তান, এরপর দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ এবং দু'দিন আগে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ পণ্ড হয়। এতে বাংলাদেশ, উইন্ডিজ ও পাকিস্তানের মতো দলগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। লাভবান হয়েছে শ্রীলঙ্কা। কারণ সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে নেই দলটি। তবুও এক ম্যাচ জিতে তাদের পয়েন্ট ৪।