আফগানিস্তান-ভারতের নাটকীয় লড়াইয়ের হাইলাইটস

By স্পোর্টস ডেস্ক
23 June 2019, 05:26 AM
UPDATED 23 June 2019, 11:31 AM

স্পিনারদের নৈপুণ্যে ভারতকে অল্প রানে বেঁধে ফেলা আফগানিস্তান দারুণ এক জয় তুলে নেওয়ার স্বপ্ন দেখছিল মোহাম্মদ নবির ব্যাটে চড়ে। কিন্তু শেষ ওভারে হ্যাটট্রিক করে আফগানদের স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেননি ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

শনিবার (২২ জুন) সাউদাম্পটনের রোজ বোলে নাটকীয় ম্যাচে ১১ রানে হারে আফগানিস্তান। ভারতের ৮ উইকেটে ২২৪ রানের জবাবে ১ বল বাকি থাকতে তারা অলআউট হয় ২১৩ রানে।

শেষ দিকে দারুণ জমে গিয়েছিল ম্যাচটি। শেষ ৩ ওভারে আফগানদের দরকার ছিল ২৪ রান। হাতে ছিল ৩ উইকেট। অর্থাৎ, সিঙ্গেল-ডাবল নিয়েও লক্ষ্যে পৌঁছানো সম্ভব ছিল।

কিন্তু তা না করে বড় শট খেলতে গিয়ে উল্টো ১১ রান দূরে থামে আফগানিস্তান। শেষ ওভারে হ্যাটট্রিক তুলে নিয়ে প্রতিপক্ষকে গুটিয়ে দেন শামি। চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেন এ পেসার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২২৪/৮ (রাহুল ৩০, রোহিত ১, কোহলি ৬৭, বিজয় ২৯, ধোনি ২৮, কেদার ৫২, পান্ডিয়া ৭, শামি ১, কুলদীপ ১*, বুমরাহ ১*; মুজিব ১/২৬, আফতাব ১/৫৪, গুলবাদিন ২/৫১, নবি ২/৩৩, রশিদ ১/৩৮, রহমত ১/২২)।

আফগানিস্তান: ৪৯.৫ ওভারে ২১৩ (জাজাই ১০, গুলবাদিন ২৭, রহমত ৩৬, হাসমত ২১, আসগর ৮, নবি ৫২, নজিবুল্লাহ ২১, রশিদ ১৪, ইকরাম ৭*, আফতাব ০, মুজিব ০; শামি ৪/৪০, বুমরাহ ২/৩৯, চাহাল ২/৩৬, পান্ডিয়া ২/৫১, কুলদীপ ০/৩৯)।