চোটে পড়ে মাঠের বাইরে মাহমুদউল্লাহ

By ক্রীড়া প্রতিবেদক, সাউদাম্পটন থেকে
24 June 2019, 15:46 PM
UPDATED 24 June 2019, 21:49 PM

ব্যাট করতে এসেই পায়ের পেশিতে টান পেয়ে অস্বস্তিতে ভুগছিলেন মাহমদউল্লাহ রিয়াদ। প্রতিটি রানেই খোঁড়াতে দেখা গিয়েছিল তাকে। এভাবেই ধুঁকে ধুঁকে ব্যাট চালিয়েছেন তিনি। পরে ৩৮ বলে ২৭ রান করে ফেরার পর আর ফিল্ডিংয়ে নামেননি। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে এই ম্যাচে আর তার ফিল্ডিং করার অবস্থা নেই।
এবার বিশ্বকাপে কাঁধের চোট নিয়ে খেলছেন মাহমুদউল্লাহ। এই চোটের কারণে করতে পারছেন না বোলিং। এবার পেশিতে টান পড়ায় আরও শঙ্কার মধ্যে চলে গেলেন তিনি।
সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে মুশফিকুর রহিমের ৮৩ ও সাকিব আল হাসানে ৫১ রানে ৫০ ওভারে ২৬২ রান করে বাংলাদেশ। ওই রান ডিফেন্ড করতে নেমে দারুণ অবস্থায় আছে বাংলাদেশ দল। রোজভোলের বড় মাঠ আর মন্থর উইকেটে আফগানদের কাজটা ভীষণ কঠিন করে দিয়েছেন সাকিব।  ব্যাট হাতে ফিফটি করার পর বল হাতে দুর্বার সাকিবের ঘূর্ণিতে কাঁপছে আফগানরা।
বাংলাদেশ দলের লেট মিডল অর্ডারের অন্যতম ভরসা মাহমুদউল্লাহ। শেষের ঝড়টা তুলেন তিনিই। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে ৪৬ করেছিলেন। মাঝের দুই ম্যাচ রান পাননি। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে দল হারলেও ৫০ বলে ৬৯ করে নিজের সামর্থ্য জানান দেন বাংলাদেশের আগের বিশ্বকাপের হিরো মাহমুদউল্লাহ।