এ কোন মেহজাবিন!

By স্টার অনলাইন রিপোর্ট
30 June 2019, 04:53 AM
UPDATED 30 June 2019, 11:21 AM

এমনভাবে খুব একটা দেখা যায়নি অভিনেত্রী মেহজাবিনকে। সবসময় তাকে রোমান্টিক ঘরনার নাটকে অভিনয় করতে দেখা যায়। কিন্তু, সম্প্রতি একটি নাটকের জন্য ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অহরহ ঘুরছে সেই নাটকের একটি স্থিরচিত্র। প্রথম দেখায় চেনার কোনো উপায় নেই যে এটি মেহজাবিন।

নিজেই ফেসবুক পেজে শেয়ার করেছেন ছবিটি। ক্যাপশনে লেখা রয়েছে ‘পতঙ্গ’। অনেকেই ছবিটির পেছনের গল্প জানার আগ্রহ প্রকাশ করেছেন। মেহজাবিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুনিয়েছেন সেই ছবির পেছনের গল্প। নিজে প্রকাশ করলেন ছবিটির পেছনের রহস্য।

মেহজাবিন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার এই ছবিটি একটি নাটকের। নাম ‘পতঙ্গ’। এখানে আমার বিপরীতে রয়েছেন আরফান নিশো। গল্পটি ব্যতিক্রম ছিলো, আমার লুক দেখে হয়তো বুঝেছেন চরিত্রটি কেমন হবে। আগেই গল্প ও চরিত্রটি নিয়ে বেশিকিছু বলতে চাই না।”

কথাসাহিত্যিক তারাশঙ্করের ‘পতঙ্গ’ গল্পের ছায়া অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন রিফাত মজুমদার রিংকু। নাটকে আরো অভিনয় করেছেন টুনটুনি, দাউদ নূর, নিকুল কুমার মণ্ডল প্রমুখ। আসছে ঈদুল আজহায় নাটকটি একটি চ্যানেলে প্রচারিত হবে।