নিশো-সালহার ‘নানান রঙের গল্প’

By স্টার অনলাইন রিপোর্ট
12 July 2019, 06:08 AM
UPDATED 12 July 2019, 12:14 PM

এবার একসঙ্গে দেখা যাবে আফরান নিশো ও সালহা খানম নাদিয়াকে। মিজানুর রহমান আরিয়ানের রচনায় ও পরিচালনায় ‘নানান রঙের গল্প’ নাটকে থাকছেন দুজন।

আজ (১২ জুলাই) রাত ৯টায় এসএটিভিতে প্রচার হবে নাটকটি। এতে আরো অভিনয় করেছেন মেহজাবিন।

নাটকটির গল্পে দেখা যায় ফুলপ্রেমী মেয়ে সিফাত (নাদিয়া)। তার হলুদ গোলাপ অনেক পছন্দ। তাই ভালোবাসার মানুষের জন্য অনেক কষ্ট করে হলুদ গোলাপ গাছ খুঁজে বের করেন রবিন (আফরান নিশো)। গাছটি কিনে এনে বাসার বারান্দায় রাখেন তিনি।

গাছে ফুল ফুটলেই সিফাতকে দিয়ে আসেন রবিন। এতে করে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। সবকিছুই ভালো যাচ্ছিল তাদের। কিন্তু. সেই ভালো লাগা বেশি দিন স্থায়ী হয় না। এক সময় দুজনের সম্পর্ক ভেঙে যায়। যার কারণে হতাশ হয়ে পড়েন রবিন। তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন, কারও সঙ্গে দেখাও করেন না। সারাদিন একা পড়ে থাকেন। সবকিছু এলোমেলো হয় যায় তার।

এরপর একে একে ঘটবে নানা ঘটনা।