‘হটলাইন কমান্ডো’ নিয়ে আসছেন সোহেল তাজ

By স্টার অনলাইন রিপোর্ট
18 July 2019, 10:53 AM
UPDATED 18 July 2019, 16:57 PM

লাইফ স্টাইল বিষয়ক রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ।

আগামী সেপ্টেম্বরে আরটিভিতে প্রচারিত হতে যাওয়া ফিট নেশন মিডিয়ার ব্যানারে নির্মিত ১২ পর্বের এই অনুষ্ঠানটিতে সঞ্চালকের ভূমিকায় থাকবেন তিনি।

আজ (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সোহেল তাজ।

তিনি জানান, রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্যে কিছু করার ইচ্ছা থেকেই এ পদক্ষেপ। বহুদিন ধরেই দেশের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, জীবন-যাপনের অভ্যাস ও ধরন, সচেতনতা ও দায়িত্ববোধের বিষয়গুলো নিয়ে ভাবছিলেন তিনি।

সেই ভাবনা থেকেই লাইফ স্টাইল বিষয়ক রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’-র জন্ম, যোগ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোহেল তাজ আরো জানান, ‘হটলাইন কমান্ডো’ টিম নিয়ে তিনি দেশের বিভিন্নস্থানে গিয়ে নানা শ্রেণি-পেশার মানুষের দরজায় কড়া নাড়বেন। তাদের জীবন যাপন ও স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি আরো তিনি জানতে চাইবেন খাদ্যাভ্যাস, বাসস্থান ও কর্মপরিবেশের বিভিন্ন দিক।

সোহেল তাজ ও তার টিমের বিশেষজ্ঞ সদস্যরা মানুষকে সচেতন করবেন এবং জীবন যাপনের সহজ ও কার্যকর পথ বেছে নিতে হাতে কলমে সহায়তা করবেন।