১৯টি পরিবেশনায় ‘পরিবর্তন’

By স্টার অনলাইন রিপোর্ট
21 July 2019, 11:34 AM
UPDATED 21 July 2019, 17:36 PM

বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এর ৩৬তম পর্ব প্রচার হবে আজ (২১ জুলাই) রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

আনজাম মাসুদের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনায় এবারের আয়োজনে থাকছে মোট ১৯টি পরিবেশনা। থাকছে নতুন তিনটি গান। সুজন আরিফ এর সুর ও সংগীত পরিচালনায় একটি গান গাইবেন প্রিয়াংকা বিশ্বাস।

জাহিদ বাশার পংকজ এর সুর ও সংগীতে একটি গান গাইবেন এফ এ সুমন ও বন্যা তালুকদার।

অটমনাল মুন এর কথা, সুর ও সংগীতে আরো একটি গান গাইবেন আয়শা মৌসুমী।

সিঁথি সাহার গাওয়া একটি গানের সাথে সোহাগ ড্যান্স ট্রুপের সহশিল্পীদের নিয়ে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী সিনথিয়া রহমান।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।