ফারিয়ার ‘বিবাহ অভিযান’ ২৬ জুলাই

By স্টার অনলাইন রিপোর্ট
23 July 2019, 11:13 AM
UPDATED 23 July 2019, 17:15 PM

বাংলাদেশের প্রেক্ষাগৃহে আগামী ২৬ জুলাই মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত ‘বিবাহ অভিযান’ ছবিটি। গত ২১ জুন কলকাতায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ছবিটি। 

ছবিটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত। এতে আরও অভিনয় করেছেন সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, অনির্বাণ ভট্টাচার্য। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ।

নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘বিবাহ অভিযান’ ছবিটি কলকাতায় মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। আসছে ২৬ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইচ্ছে আছে সিনেমা হলে গিয়ে দর্শকসারিতে বসে ছবিটি দেখবো। আমার বিশ্বাস, প্রেক্ষাগৃহে ছবিটি দর্শকরা বেশ উপভোগ করবেন।

রোমান্টিক কমেডি ঘরানার ‘বিবাহ অভিযান’ ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রুদ্রনীল ঘোষ।

নুসরাত ফারিয়া বর্তমানে দীপঙ্কর দীপনের ‘ঢাকা ২০৪০’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এছাড়া শাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী।