নতুন দেবদাস আসিফ

By স্টার অনলাইন রিপোর্ট
8 August 2019, 10:07 AM
UPDATED 8 August 2019, 16:10 PM

আসিফ আকবর নিজেকে ভেঙে নতুন লুকে হাজির হয়েছেন। ‘দেবদাস’ শিরোনামের একটি গানে ‘দেবদাস’ এর আদলে দেখা যাবে তাকে।

রাজীব আহমেদের লেখা গানে সুর দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী এবং মডেল হিসেবে রয়েছেন নাফিসা কামাল ঝুমুর।

আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন গান ‘দেবদাস’ প্রেমের আবেদনে ভরা। কিছু গান বেঁচে থাকে চিরকাল, ‘দেবদাস’ চিরকাল বেঁচে থাকার মতো একটি গান। গানের ভিডিওতে অনেক গেটাপে হাজির হয়েছি, যা দর্শকদের ভালো লাগবে।”

ধ্রুব মিউজিক স্টেশন থেকে আগামী ১০ আগস্ট ইউটিউবে প্রকাশ হবে গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।