ঈদে এলো পুলিশ সদস্যের গান

By স্টার অনলাইন রিপোর্ট
9 August 2019, 11:15 AM
UPDATED 9 August 2019, 17:22 PM

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের নতুন গান ‌‘লতায় লতায়’।

টি-মিউজিকের ব্যানারে প্রকাশিত এই ‌গানটির কথা ও সুর করেছেন শরীফ সিরাজ। সংগীতায়োজন করেছেন রোজেন রহমান।

সিনেমা রিপাবলিক টিমের আয়োজনে নির্মিত হয়েছে একটি ভিডিও। এতে মডেল হয়েছেন শাকিলা সুমি ও রাসেল খান।

গানটি প্রসঙ্গে তৌহিদ ইথুন বলেন, “পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। ভবিষ্যতে নিয়মিতভাবে গান করার ইচ্ছে রয়েছে।”