ইমরান কাকে বললেন, শুধু তোমায় ঘিরে?

By স্টার অনলাইন রিপোর্ট
9 August 2019, 12:08 PM
UPDATED 9 August 2019, 18:10 PM

মারিয়া নূর এবারই প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন ইমরানের গাওয়া ‘শুধু তোমায় ঘিরে’ শিরোনামের একটি গানে। এই ভিডিওতে তার সঙ্গে ইমরানকেও দেখা যাবে।

গানটি লিখেছেন শরীফ আলদীন, সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এটির ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

মারিয়া নূর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব অনেক আগে থেকেই পেয়ে আসছি। কিন্তু করা হয়নি। ইমরানের গাওয়া এ গানটি পছন্দ হওয়াতেই কাজটি করেছি। ওর গানের প্রতি একটা আস্থা আছে।”

ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “মারিয়া নুর আমার পছন্দের একজন উপস্থাপক। মাঝেমাঝেই তার উপস্থাপনা দেখা হয়। অনেক দিন ধরেই পরিকল্পনা ছিলো তাকে নিয়ে একটা গানের ভিডিও করবো। অবশেষে এটি সম্ভব হলো।”

‘শুধু তোমায় ঘিরে’ গানটি ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।