১৪ বছর পর আইয়ুব বাচ্চুর নতুন গান প্রকাশ

By স্টার অনলাইন রিপোর্ট
17 August 2019, 09:56 AM
UPDATED 17 August 2019, 16:05 PM

কিংবদন্তী ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু জন্মদিন ছিলো গতকাল (১৬ আগস্ট)। তার মৃত্যুর পর প্রথম জন্মদিনের বিকালে ‘ভাবসূত্র’- নামে একটি গান ১৪ বছর পর প্রকাশ করলো প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।

একটি অ্যালবামে প্রকাশের জন্য ২০০৫ সালে গানটি রেকর্ড করা হয়েছিলো। কিন্তু, এতোদিন তা প্রকাশ করা হয়নি বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

মারজুক রাসেলের লেখা ‘ভাবসূত্র’-গানটির সুর-সংগীতায়োজন করেছিলেন আইয়ুব বাচ্চু। গানটির মাস্টারিং করেছেন আনিসুজ্জামান আনিস।

প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেক বছর আগে ‘ভাবসূত্র’ গানটি করা হয়েছিলো। কয়েকদিন আগে গানটির গীতিকার আমাকে বিষয়টি মনে করিয়ে দেন।”

“তারপর, অনেক কষ্ট করে গানটি বের করেছি,” উল্লেখ করে তিনি আরো জানান, “এর একটি লিরিক্যাল ভিডিও করা হয়েছে।”

আরো পড়ুন:

প্রবর্তক মোড়ে বসেছে আইয়ুব বাচ্চুর গিটার