‘পরিবারের জন্যে অনেক বড় পাওয়া’

By স্টার অনলাইন রিপোর্ট
1 September 2019, 09:49 AM
UPDATED 1 September 2019, 15:52 PM

আজ (১ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৩৩তম ফোবানা সম্মেলনে বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী মাহমুদুন্নবীকে শ্রদ্ধা জানিয়ে সম্মাননা দেওয়া হবে।

সেই সম্মাননা গ্রহণ করবেন তার দুই মেয়ে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।

মুঠোফোনে ফাহমিদা নবী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বেঁচে থাকলে সংগীত জীবনে বাবার পথচলা হতো সত্তর বছর। তার আত্মার শান্তি কামনা করে তাকে যে শ্রদ্ধাঞ্জলি সম্মাননা দেওয়া হচ্ছে, এটা আমাদের পরিবারের জন্যে অনেক বড় পাওয়া।”

১৯৩৬ সালের ১৬ ডিসেম্বর মাহমুদুন্নবীর জন্ম। তিনি মারা যান ১৯৯০ সালের ২০ ডিসেম্বর। বাংলাদেশের সংগীতাঙ্গণ যাদের হাত ধরে সমৃদ্ধির পথে এগিয়ে গেছে তিনি তাদেরই একজন।