বঙ্গবন্ধুকে নিয়ে নচিকেতা-শুভমিতার গান

By স্টার অনলাইন রিপোর্ট
5 September 2019, 10:39 AM
UPDATED 5 September 2019, 16:41 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা আলাদা আলাদা দুটি গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার নন্দিত কণ্ঠশিল্পী নচিকেতা ও শুভমিতা।

নচিকেতা গেয়েছেন- ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির, হাজার বছর ধরে, বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য, উঠুক পৃথিবী জুড়ে।’ এমন কথার গানটিতে সম্প্রতি তিনি কলকাতার লেকটাউন ফিউশন প্রো স্টুডিওতে কণ্ঠ দিয়েছেন।

সুজন হাজংয়ের লেখা গানটির সুর করেছেন যাদু রিছিল এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

শুভমিতা গেয়েছেন ‘আবার এসো পিতা’ শিরোনামের একটি গান। কলকাতার গড়িয়াহাটের ‘গান বাজনা’ স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছে গানটি। এটি লিখেছেন সুজন হাজং, সুর করেছেন যাদু রিছিল এবং সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

গীতিকার সুজন হাজং দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরো কণ্ঠ দিচ্ছেন আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)। পুরো অ্যালবামের গানগুলো লিখেছেন সুজন হাজং।”