ভিডিও নিয়ে মেহজাবীনের অভিযোগ

By স্টার অনলাইন রিপোর্ট
19 September 2019, 11:18 AM
UPDATED 19 September 2019, 17:51 PM

গত ১৬ সেপ্টেম্বর অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর নামে ছড়ানো হয়েছে। ভিডিওটি নিয়ে বিব্রত মেহজাবীন। এ নিয়ে মুখ খুলেছেন ‘বড় ছেলে’-খ্যাত অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মেহজাবীন ভিডিওটির প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি, ভক্তদের এমন ‘মিথ্যা খবর’ বিশ্বাস না করার অনুরোধ করেছেন।

তার পোস্টে অভিনেত্রী মেহজাবীন লেখেন, “সামাজিক মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছে। আমার সব ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে অনুরোধ মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না।”

তিনি আরো লিখেন, “আমি এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে জানিয়েছি যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বা ছড়াতে সাহায্য করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।”