দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে ‘কৃতজ্ঞ’ বিগ বি

By স্টার অনলাইন রিপোর্ট
25 September 2019, 14:44 PM
UPDATED 25 September 2019, 20:47 PM

এ বছরের দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত হয়ে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন বলিউড মেগা স্টার অমিতাভ বচ্চন।

গতকাল (২৪ সেপ্টেম্বর) পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণার পর থেকেই শুভেচ্ছা বার্তায় আপ্লুত হয়েছেন বিগ বি। ৭৬ বছর বয়সী এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলেন, তিনি ‘অত্যন্ত কৃতজ্ঞ এবং বিনীত’।

সুদীর্ঘ চলচ্চিত্রজীবনে এই কিংবদন্তি অভিনেতা ‘অগ্নিপথ’ (১৯৯০), ‘ব্ল্যাক’ (২০০৫), ‘পা’ (২০০৯) এবং ‘পিকু’র (২০১৫) মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার চারটি জাতীয় পুরস্কার লাভ করেছেন।

অমিতাভ বচ্চনের সম্মানের তালিকায় রয়েছে ‘পদ্মশ্রী’ (১৯৮৪), ‘পদ্মভূষণ’ (২০০১) এবং ‘পদ্ম বিভূষণ’ (২০১৫)।