‘ভাইরাল’ সুতপার সঙ্গে কুমার বিশ্বজিৎ

By স্টার অনলাইন রিপোর্ট
29 September 2019, 06:27 AM
UPDATED 29 September 2019, 12:31 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত কন্ঠশিল্পী সুতপার সঙ্গে গান করলেন কুমার বিশ্বজিৎ। কবির বকুলের লেখা ‘মুখোমুখি’ শিরোনামে এই গানটির মিউজিক কম্পোজিশন করেছেন কিশোর।

কুমার বিশ্বজিৎ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ফেসবুকে তার গান শুনেছিলাম। লতাজির কঠিন গান কী সুন্দর করে গেয়েছে সুতপা। তাকে নিয়ে গান করার কথা প্রথমে ভাবিনি। কিন্তু, তার কণ্ঠটা অসাধারণ।”

“সুতপা একবার গান শুনেই কন্ঠে ধারণ করতে পারে” উল্লেখ করে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’-খ্যাত কণ্ঠশিল্পী বলেন, “রেকর্ডিংয়েও সুতপার কণ্ঠ অনেক সুন্দর। মনেই হয়নি যে সে এবারই প্রথম গান রেকর্ড করলো।”

“আগামীতে তার আরো ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে” বলেও মন্তব্য করেন কুমার বিশ্বজিৎ।

উল্লেখ্য, আসন্ন পূজায় গানছবি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘মুখোমুখি’র মিউজিক ভিডিও।