মিনারের ‘নেই’

By স্টার অনলাইন রিপোর্ট
3 October 2019, 06:11 AM
UPDATED 3 October 2019, 12:14 PM

প্রকাশিত হয়েছে মিনার রহমানের নতুন গানের মিউজিক ভিডিও ‘নেই’। সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে গানটি।

মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

‘ঝুম’-খ্যাত সংগীতশিল্পী মিনারের গল্প-নির্ভর গানটির ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান। এতে মডেল হয়েছেন লরেন ম্যান্ডেস ও যাহের আলভী।

গানের মিউজিক ভিডিও নির্মাতা মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গানের কথার সঙ্গে মিল রেখে একটি গল্প বলার চেষ্টা করেছি। মৃত্যু কেমন করে একটি অনবদ্য প্রেমের ইতি টানে, সেই গল্পটাই রয়েছে এখানে।”

“গানটি অসম্ভব সুন্দর,” উল্লেখ করে তিনি আশা করেন, “সবার কাছে ‘নেই’ গানের মিউজিক ভিডিওটি ভালো লাগবে।”