ফজলুর রহমান বাবুর নতুন গান ‘দুঃখ দিবা কারে’

By স্টার অনলাইন রিপোর্ট
6 October 2019, 06:24 AM
UPDATED 6 October 2019, 12:26 PM

অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও শ্রোতাপ্রিয় একটি নাম ফজলুর রহমান বাবু। তার গাওয়া গানের তালিকায় রয়েছে ‘সোনাই হায় হায় রে’, ‘ইন্দুবালা’ ইত্যাদি। আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন তিনি।

সেই ধারাবাহিকতায় ‘দুঃখ দিবা কারে’ শিরোনামের নতুন গান গেয়েছেন তিনি। এ মিজানের কথায় গানটির সুর করেছেন বেলাল খান এবং সংগীতায়োজন করেছেন এম এ রহমান।

বেলাল খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই প্রথমবার বাবু ভাইয়ের সঙ্গে গান করা হলো। তিনি আমার সুরে গাইলেন। আগে থেকেই আমরা দুজন একে-অপরকে চিনতাম। কিন্তু, কাজ করা হয়ে উঠেনি। ভালো লাগছে। সুন্দর একটি গান করার চেষ্টা করেছি আমরা।”

গীতিকার এ মিজান ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার লেখা ‘দুঃখ দিবা কারে’ গানটি ভিডিও আকারেও প্রকাশ করা হবে। এতে ফজলুর রহমান বাবুকেও দেখা যাবে।”

গানটির মিউজিক ভিডিও সৌমিত্র ঘোষ ইমন নির্দেশনা দেবেন বলেও জানান তিনি।