নেপালে ৪ নাটকের শুটিংয়ে অপর্ণা

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
18 October 2019, 10:08 AM
UPDATED 26 November 2019, 18:32 PM

লাক্স-চ্যানেল আই সুপারস্টার অপর্ণা ঘোষ ‘ভুবন মাঝি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। যদিও তিনি টিভি নাটকই বেশি করছেন। তবে, মাঝে-মধ্যে সিনেমাতেও অভিনয় করছেন তিনি।

কয়েকদিন ধরে জনপ্রিয় এই তারকা অবস্থান করছেন নেপালে। সকাল আহমেদের পরিচালনায় নেপালে চারটি নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। এরইমধ্যে তার দুটি নাটকের শুটিং নেপালের মনোরম লোকেশনে শেষ হয়েছে।

শেষ করা নাটক দুটি হলো: ‘২৪ ঘণ্টা’ এবং ‘কাঠ গোলাপের মায়া’।

‘২৪ ঘণ্টা’ নাটকে অপর্ণার বিপরীতে রয়েছেন আনিসুর রহমান মিলন। আর ‘কাঠ গোলাপের মায়া’ নাটকতে অপর্ণার নায়ক সজল।

আজ (১৮ অক্টোবর) অপর্ণা নেপালে শুটিং করছেন নতুন আরও একটি নাটকের। নাটকটির নাম ‘কিছু বুনো মেঘ’। এতে অপর্ণার সঙ্গে জুটি হয়েছেন আনিসুর রহমান মিলন।

এই নাটকের শুটিং শেষ করে অপর্ণা অভিনয় করবেন ‘যদি আরেকটু সময় পেতাম’ নাটকে।

গত ৭ অক্টোবর থেকে নেপালে নাটকগুলোর শুটিং চলছে এবং আগামীকাল (১৯ অক্টোবর) শুটিং শেষ করে দেশে ফিরবেন তিনি।

অপর্ণা নেপাল থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে জানান, “প্রতিটি নাটকের গল্প ও চরিত্র আলাদা। কাজগুলো করে বেশ আনন্দ পাচ্ছি।”

দেশে ফিরেই অপর্ণা নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান তিনি। সিনেমাটির নাম ‘অন্ত্যেষ্টিক্রিয়া’।

এছাড়াও, অপর্ণা সম্প্রতি শেষ করেছেন তার অভিনীত নতুন সিনেমা ‘গণ্ডি’র কাজ। সিনেমাটি পরিচালনা করছেন ফখরুল আরেফিন খান।