ছায়ানটে ৪৬ শিল্পীর ৬ সিডি প্রকাশনা অনুষ্ঠান

By স্টার অনলাইন রিপোর্ট
25 October 2019, 10:57 AM
UPDATED 25 October 2019, 17:04 PM

বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিলের সংগঠন ‘অরুণরঞ্জনী’র পক্ষ থেকে নজরুল সংগীতে নতুন প্রজন্মের সম্ভাবনাময় ৪৬জন শিল্পীর পরিবেশিত গানের ছয়টি সিডি প্রকাশিত হবে।

আগামীকাল (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শংকরে অবস্থিত ছায়ানটের মূল মিলনায়তনে সিডিগুলোর মোড়ক উন্মোচন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, লেখক মফিদুল হক এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক ভূঁইয়া।

‘দিও বর হে মোর স্বামী’, ‘আধো ধরণী আলো আধো আঁধার’, ‘সদা মন চাহে’, ‘পরজনমে দেখা হবে প্রিয়’, ‘তুমি ভোরের শিশির’ এবং ‘সুন্দর অতিথি এসো এসো’ শিরোনামে ৪৬ শিল্পীর সিডিগুলো সাজানো হয়েছে।