‘ভয় পেয়ে ভড়কে গেছি’

জাহিদ আকবর
জাহিদ আকবর
2 November 2019, 10:23 AM
UPDATED 2 November 2019, 16:28 PM

পূজা চেরি অভিনীত ‘জিন’ ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের প্রথমদিকে। জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি এটি। বর্তমানে চলছে ছবিটির সম্পাদনার কাজ। শুটিং বাকি আছে গানের।

তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুললেন ছবির নায়িকা পূজা চেরি। জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে পেজে ছয় সেকেন্ডের একটি মোশন পোস্টার দেখলে ভয় ধরবে যে কারও। ছবিটি বাংলাদেশের জন্য একেবারে আলাদা প্রেক্ষাপটের ছবি। ছবিতে পূজা চেরি বিপরীতে অভিনয় করেছেন সজল। আরও আছেন রোশান ও মুন।

পূজা চেরি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “জিন নাম থেকেই স্পষ্ট এটি আলাদা ধরনের গল্প নিয়ে ছবি। দর্শকরা যার প্রাথমিক ধাপ দেখতে পেয়েছেন আমাদের মোশন পোস্টার থেকে। এটি দেখে আমি নিজেও ভড়কে গেছি। প্রচুর সাড়া পাচ্ছি। ছবিতে সজল ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। যার অনেক ভক্ত ছিলাম। আশা করছি ভালো এবং নতুন কিছু হবে।”