‘মিমি’ নিয়ে রোমাঞ্চিত-ভীত কৃতি শ্যানন

By স্টার অনলাইন রিপোর্ট
3 November 2019, 10:14 AM
UPDATED 3 November 2019, 16:31 PM

দিনেশ ভিজানের ‘মিমি’র জন্য নির্বাচিত হয়েছেন কৃতি শ্যানন। সিনেমাটি পরিচালনা করছেন লক্ষ্মণ উতেকার। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত মারাঠি সিনেমা ‘মালা আই ভাইছি’ থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে কৃতি একক চরিত্রে অভিনয় করবেন।

ভারতীয় উপমহাদেশে সিনেমাগুলো মূলত নায়ক কেন্দ্রিক। নায়িকা কেন্দ্রিক সিনেমা বানাতে প্রযোজকরা খুব বেশি আগ্রহী সাধারণত হন না ব্যবসার কথা চিন্তা করে। কৃতির সাম্প্রতিক দুটি সিনেমা ‘বারেলি কি বারফি’ এবং ‘লুকা চুপি’র সাফল্যের কারণেই হয়তো এই সিনেমার দায়িত্ব এসে পরেছে তার কাঁধে।

সিনেমাটিতে কৃতি একজন সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করবেন। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কৃতি এই চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া নিয়ে বেশ রোমাঞ্চিত এবং একই সাথে ভীত। কীভাবে নিজের সবচেয়ে ভালোটা দেওয়া যায় তা নিয়ে তিনি চেষ্টা করে যাচ্ছেন।

MIMI Poster-1.jpg

সিনেমাতে তার বাবার ভূমিকায় অভিনয় করা পঙ্কজ ত্রিপাঠি তাকে এবিষয়ে প্রচুর সহযোগিতা করেছেন বলে তিনি জানিয়েছেন। কৃতি জানিয়েছেন, এমন একজন প্রতিভাবান শিল্পীর সঙ্গে কাজ করতে পারলে নিজের অভিনয় দক্ষতা আরও অনেক বাড়িয়ে নেওয়া যায়।

উল্লেখ্য, ‘মিমি’ ২০২০ সালে বড় পর্দায় দেখতে পাবেন দর্শকেরা।