যে রূপে আগে দেখা যায়নি তাকে

By স্টার অনলাইন রিপোর্ট
12 November 2019, 09:32 AM
UPDATED 12 November 2019, 15:40 PM

আদভাইত চৌহান পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করছেন আমির খান এবং কারিনা কাপুর খান। সিনেমার সেট থেকে লাল সিং চাড্ডা চরিত্রে আমির খানের নতুন রূপ দেখা যায়।

আগামী বছর বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাওয়া আমিরের এই সিনেমার শুটিং চলছে।

শুটিং স্পট থেকে পাওয়া কিছু ছবি প্রকাশিত হয় ভারতীয় মিডিয়ায়। তাতে দেখা যায়- কারিনা গোলাপি সালোয়ার পড়ে আছেন আর আমির খান আছেন শিখ সরদার রূপে। এই প্রথম আমিরকে এমন রূপে দেখা যাবে বড় পর্দায়।

টম হ্যাংকসের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিসিয়াল রিমেক এই সিনেমাটি আমির-কারিনার এক সঙ্গে অভিনীত তৃতীয় সিনেমা। এর আগে ‘তালাশ’ এবং ‘থ্রি ইডিয়টস’-এ জুটি হয়েছিলেন তারা।