তামিল শিখতে বেগ পাচ্ছেন কঙ্গনা

By স্টার অনলাইন রিপোর্ট
14 November 2019, 05:22 AM
UPDATED 14 November 2019, 11:28 AM

কঙ্গনা রানাওয়াত অভিনয় করছেন আরও একটি জীবনীচিত্রে। এতে তাকে দেখা যাবে ভারতের তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায়। এর জন্যে তাকে তামিল ভাষা শিখতে হচ্ছে।

জয়ললিতা প্রায় ১৪ বছর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। সেখানকার মানুষ তাকে ভালোবেসে ‘আম্মা’ বলে ডাকতেন। প্রথম জীবনে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেছিলেন।

জয়ললিতার ওপর নির্মিত এই বায়োপিকটির নাম ‘থালাইভা’। গল্পের প্রয়োজনেই এই চরিত্রে অভিনয় করতে কঙ্গনা রানাওয়াতকে শিখতে হচ্ছে তামিল ভাষা। তবে এই কাজটি যে বেশ কঠিন হয়ে যাচ্ছে তা স্বীকার করে ভারতীয় সাংবাদিকদের কাছে ‘গ্যাংস্টার’ অভিনেত্রী বলেন, “তামিল শেখাটা আমার জন্য কঠিন হচ্ছে। এই সিনেমাটি হিন্দি এবং তামিল ভাষায় মুক্তি পাবে। যার কারণে আমাদের সেভাবেই কাজ করতে হচ্ছে।”

গত ১০ নভেম্বর শুটিং শুরু হওয়া ‘থালাইভা’ পরিচালনা করছেন এ এল বিজয়। সিনেমাটি বড় পর্দা আসবে আগামী বছর।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই কঙ্গনার ‘মণিকর্ণিকা- দ্য কুইন অফ ঝাঁসি’ মুক্তি পায়। সেখানে তিনি ঝাঁসির রানির ভূমিকায় অভিনয় করেন।