আবারও মঞ্চ নাটক নির্দেশনায় হৃদি হক

By স্টার অনলাইন রিপোর্ট
16 November 2019, 12:52 PM
UPDATED 16 November 2019, 18:54 PM

শিল্পী পরিবারের মানুষ হৃদি হক। বাবা খ্যাতিমান অভিনেতা ড. ইনামুল হক এবং মা অভিনেত্রী লাকী ইনাম এর বড় মেয়ে হৃদি হক অভিনয় ছাড়াও টিভি নাটক পরিচালনা করেন, টিভি নাটক লিখেন, মঞ্চে অভিনয় করেন, মঞ্চ নাটক পরিচালনা করেন।

তার লেখা আলোচিত ধারাবাহিক নাটক ‘আমাদের আনন্দবাড়ি’। এনটিভিতে প্রচারিত হয়েছিল নাটকটি।

নাগরিক নাট্যাঙ্গন এর হয়ে এবার নতুন একটি মঞ্চ নাটকে নির্দেশনা দিয়েছেন হৃদি হক। নাটকটির নাম ‘আকাশে ফুইটেছে ফুল’। নাটকটি লিখেছেন ড. রতন সিদ্দিকী।

১ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথম মঞ্চায়ন হবে নাটকটি। নির্দেশনার পাশাপাশি হৃদি হক এই নাটকে অভিনয়ও করেছেন। তার চরিত্রের নাম শাহিদা।

১৯০৫ থেকে ১৯১১ সালকে ঘিরে লেটো গানের ওপর একটা আঘাত পড়েছিল। তখন কবি কাজী নজরুল এসে লেটো গানের হাল ধরেন। মূলত লেটো গানের ওপর ভিত্তি করেই ‘আকাশে ফুইটেছে ফুল’ মঞ্চ নাটকের গল্প এগিয়ে যাবে। হৃদি হক অভিনয় করেছেন শাহিদা চরিত্রে।

হৃদি হক বলেন, ছয় মাস ধরে মঞ্চ নাটকটি নিয়ে রিহার্সেল করছি আমরা। এটি লেটো কাহন এবং অনেক গবেষণা করে নাটকটি লিখেছেন নাট্যকার।

উল্লেখ্য, মঞ্চে এই নাটকটি হৃদি হক এর তৃতীয় নির্দেশনা।

নাগরিক নাট্যাঙ্গন এর হয়ে তিনি প্রথম মঞ্চে নির্দেশনা দেন ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকটি। বেশ সাড়া পায় ঢাকার মঞ্চে নাটকটি। এরপর মঞ্চে নির্দেশনা দেন ‘৭১ ও একজন’ নাটকটি।