অমিতাভ রেজার প্রথম মিউজিক ভিডিও, সঙ্গে সাফা কবির

জাহিদ আকবর
জাহিদ আকবর
24 November 2019, 13:44 PM
UPDATED 24 November 2019, 19:47 PM

প্রথমবারের মতো মিউজিক ভিডিও পরিচালনা করলেন আয়নাবাজি খ্যাত পরিচালক অমিতাভ রেজা। এতে মডেল হয়েছেন সাফা কবির। ‘হর্ষ’ শিরানামের এই গানটি গেয়েছেন সাব্বির নাসির।

গানটি লিখেছেন রাজিব হাসান। সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। মিউজিক ভিডিওটির চিত্রনাট্য লিখেছেন চিরকুট ব্যান্ডের সুমি।

অমিতাভ রেজা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘হর্ষ’ গানটির মিউজিক ভিডিও আমার একটা এক্সপেরিমেন্ট। কাজটা করে দেখছি কেমন লাগে। সেই ভাবনা থেকেই গানের ভিডিওটা করেছি। সাব্বিরের গাওয়া গানটাও পছন্দ হয়েছে বলেই আরও সাহস পেলাম। গানটির কথা ও গায়কী সত্যিই অসাধারণ লেগেছে। চিরকুট ব্যান্ডের সুমী প্রথমবারের মতো এই  ভিডিওর গল্পটা লিখেছে।

কণ্ঠশিল্পী সাব্বির নাসির দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, অমিতাভ রেজা প্রথমবার মিউজিক ভিডিও নির্মাণ করলেন আমার জন্য এটা অবশ্যই ভালো লাগার একটি বিষয়। যখন গানটি করে অমিতাভ রেজাকে পাঠাই তখন সে জানান গানটি তার অসম্ভব ভালো লেগেছে। এরপরই প্রস্তাব দেই গানটি ভিডিও নির্মাণের। পরে ভালো লাগার কারণে রাজি হয়েছেন করতে।

সাব্বির আরও জানান, তার অধিকাংশ গান যেহেতু গাংচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এটাও সেখানেই প্রকাশের সম্ভাবনা রয়েছে।