অসুস্থ হয়ে হাসপাতালে এটিএম শামসুজ্জামান

By স্টার অনলাইন রিপোর্ট
25 November 2019, 13:12 PM
UPDATED 25 November 2019, 21:16 PM

অভিনেতা এটিএম শামসুজ্জামান আবারও গুরুতর অসুস্থ। তাকে আজ সোমবার (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনেতার মেজ মেয়ে কোয়েল দ্য ডেইলি স্টার অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেতা গত তিন দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। তার পেটে ব্যথা ও গ্যাসের সমস্যা দেখা দিয়েছে।

অবস্থা গুরুতর হওয়ায় আজ সোমবার দুপুর ১২টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দেখার পর ভর্তির পরামর্শ দেন। পরে তাকে কেবিন ব্লকের ৩২২ রুমে ভর্তি করা হয়।

চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে প্রায় চার মাস পর গত ২৮ আগস্ট বাসায় ফিরেছিলেন এটিএম শামসুজ্জামান। আবারও অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হলেন। অভিনেতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পান রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক, চিত্রনাট্যকার এবং নির্মাতা।