এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে

By স্টার অনলাইন রিপোর্ট
14 December 2019, 10:08 AM
UPDATED 14 December 2019, 16:15 PM

চিকিৎসা চলছে এন্ড্রু কিশোরের। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

কিন্তু হঠাৎ করেই মৃত্যুর গুজব ছড়িয়েছে কিংবদন্তী এই শিল্পীর। আজ (১৪ ডিসেম্বর) দুপুরের পর থেকে এমন খবর ছড়িয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছু অসাধু ইউটিউব চ্যানেল এন্ড্রু কিশোর মারা গেছেন বলে ভিডিও প্রকাশ করেছে। সেইসব ভিডিওর সূত্রে ফেসবুকে অনেকেই মৃত্যুর খবরটি ছড়িয়ে যাচ্ছেন যাচাই-বাছাই না করেই।

খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই নন্দিত গায়ক, সেই আশায় এখনও বুক বেঁধে আছেন তার চিকিৎসকরা। শিল্পীর ঘনিষ্ঠজন মোমিন বিশ্বাস আজ বিকেলে এই খবরই নিশ্চিত করেছেন দ্য ডেইলি স্টার অনলাইনকে।

তিনি বলেন, “একটু আগেও আমি নিজে দাদার সঙ্গে কথা বলেছি। সবার দোয়ায় ও আল্লাহর রহমতে এখনও ভালো আছেন এন্ড্রু কিশোর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। কেউ মিথ্যে তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করবেন না। তার পরিবার এতে বিরক্ত হয়, বিব্রতও হয়।”

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।