সুন্দরবনের গহিনে একঝাঁক তারকা

By স্টার অনলাইন রিপোর্ট
21 December 2019, 13:00 PM
UPDATED 21 December 2019, 19:03 PM

টানা ২০ মাস হোমওয়ার্ক করার পর শুটিং শুরু হয়েছে ‘অপারেশন সুন্দরবন’ ছবির। সাতক্ষীরায় সুন্দরবনের বুড়ি গোয়ালিনী এলাকায় শুটিংয়ে যোগ দিয়েছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান ও তাসকিন। প্রথম লটের শুটিং হবে এই এলাকাতেই।

‘ঢাকা অ্যাটাক’ ছবির পর এর মাধ্যমে নতুন অপারেশন শুরু করেছেন পরিচালক দীপঙ্কর দীপন। শুটিং শুরুর আগে  সিনেমাটির শিল্পীদের নিয়ে মহড়ার আয়োজন করেছিলেন। সেখানে অভিনয় শিল্পীদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন দীপঙ্কর দীপনের সঙ্গে র‌্যাব কর্মকর্তারাও। শুটিং চলাকালীনও টিম অপারেশন সুন্দরবনের সঙ্গে থাকবেন র‌্যাব সদস্যরা।

দ্য ডেইলি স্টার অনলাইনকে দীপঙ্কর দীপন বলেন, সুন্দরবনে টানা ১৬ দিন শুটিং করব। এরমধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ১১ দিন পুরো ইউনিট থাকবে সুন্দরবনের গহিনে। এরপর আমরা খুলনায় শুটিং করব। সেখানে শুটিং চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। এরপর ফিরব ঢাকায়।

তিনি আরও জানান, সিনেমার কাস্টিং নিয়ে আরও কিছু সারপ্রাইজ আছে। আরও বিশেষ কয়েকজন তারকার নাম ঘোষণা করা হবে শিগগিরই।