ভালোবাসা দিবসের বিশেষ গানে ন্যান্সি

By স্টার অনলাইন রিপোর্ট
10 January 2020, 07:35 AM
UPDATED 10 January 2020, 13:37 PM

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। আসছে ভালোবাসা দিবসে বিশেষ একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের কাছে আসছেন এই কণ্ঠশিল্পী।

সম্প্রতি কলকাতায় গানটি রেকর্ডিং করা হয়েছে। গানটির শিরোনাম ‘শুধু তুমি’।

প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।

গানটিতে ন্যান্সির সহশিল্পী হিসেবে রয়েছেন রিজভী ওয়াহিদ। গানটি ভিডিও আকারে প্রকাশিত হবে ভালোবাসা দিবসে।

ন্যান্সি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেক সুন্দর একটি গান করলাম। গানটি কলকাতায় রেকর্ডিং করা হয়েছে।”

“নতুন এই গান ছাড়া কিছুদিন আগে রিজভীর সঙ্গে দুটি গান করেছিলাম। গান দুটির কথা-সুর করেছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানগুলোও ভালোবাসা দিবসে প্রকাশ করার কথা রয়েছে।”

নতুন গানের পাশাপাশি ‘দ্বিধা’-খ্যাত কণ্ঠশিল্পী ন্যান্সি স্টেজ শো আর টেলিভিশন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন।