ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিয়া

By স্টার অনলাইন রিপোর্ট
14 January 2020, 14:07 PM
UPDATED 14 January 2020, 20:16 PM

‘ছুঁয়ে দিলে মন’ ছবির পর ‘যদি কিন্তু তবুও’ নিয়ে কাজ করছেন পরিচালক শিহাব শাহীন। ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া।

ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটর্ফম ‘জি-ফাইভ’-এর ব্যানারে নির্মিত হচ্ছে শিহাব শাহীনের দ্বিতীয় ছবিটি। ছবিটিতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাবেরি আলমসহ অনেকেই। পরিচালনার পাশাপাশি এর গল্পও লিখেছেন শিহাব শাহীন।

শিহাব শাহীন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘যদি কিন্তু তবুও’র গল্প রোমান্টিক, কমেডি ধরনের। ১২০ মিনিটের ওয়েব ফিল্ম এটি। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে এমন বিষয় নিয়ে এই সিনেমার গল্প। আসছে ফেব্রুয়ারি মাসের শেষদিকে সিনেমার শুটিং শুরু করব।

জি-ফাইভ কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, তাদের প্ল্যাটফর্মেই ছবিটি মুক্তি পাবে। সে কারণে শিহাব শাহীনও এই ছবিকে ‘ওয়েব ফিল্ম’ বলতে চাইছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ‘ছুঁয়ে দিলে মন’ শিহাব শাহীনের পরিচালিত প্রথম সিনেমা।