লিবিয়ার অভ্যন্তরীণ সংঘাত, রবিবার বার্লিনে আন্তর্জাতিক সম্মেলন

By স্টার অনলাইন রিপোর্ট
17 January 2020, 14:01 PM
UPDATED 17 January 2020, 20:09 PM

লিবিয়ার অভ্যন্তরীণ সংঘাতের পরিপ্রেক্ষিতে আগামী ১৯ জানুয়ারি বার্লিনে আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে তুরস্ক, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন এবং ইতালির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৯ জানুয়ারি বার্লিনে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে জাতিসংঘ সমর্থিত লিবিয়া সরকার (জিএনএ) এবং লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) উভয় পক্ষই অংশগ্রহণ করবে।

জিএনএ-প্রধান ফয়েজ আল-সাররাজ এবং এলএনএ কমান্ডার জেনারেল খলিফা হাফতার উভয়েই তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

এর আগে গত সপ্তাহে মস্কোর বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাবে কমান্ডার হাফতার রাজি হননি। বার্লিন সম্মেলনে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে গতকাল জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাশ লিবিয়া সফর করেন।

জানা গেছে, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁ লিবিয়ার অভ্যন্তরীণ সংকট সমাধানে এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

এর আগে তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছিলেন, তার সরকার জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে লিবিয়ায় সেনা পাঠাতে শুরু করেছে।