সড়ক দুর্ঘটনায় আহত শাবানা আজমী

By স্টার অনলাইন রিপোর্ট
18 January 2020, 13:25 PM
UPDATED 18 January 2020, 19:28 PM

প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ শনিবার (১৮ জানুয়ারি) ভারতের মুম্বাই-পুনে মহাসড়কে ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে আহত হন প্রাইভেট কার আরোহী শাবানা আজমী ও গাড়ীর চালক।

বর্তমানে মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী শাবানা আজমী।

রায়গড়ের পুলিশ সুপার অনিল পরাস্কর জানান, মুম্বাই থেকে ৬০ কিলোমিটার দূরে খালাপুরের কাছে বিকেল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি থেকে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। 

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রাইভেট কারটিতে শাবানা আজমী ছাড়াও তার স্বামী জাভেদ আখতার ছিলেন। তবে, জাভেদ সুস্থ আছেন।