নিরাপদ সড়কের দাবির সিনেমা ‘বিক্ষোভ’

জাহিদ আকবর
জাহিদ আকবর
20 January 2020, 13:23 PM
UPDATED 20 January 2020, 19:27 PM

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রশাসনিক ভবনের সামনে শত শত শিক্ষার্থীর ভিড়। তাদের হাতে প্ল্যাকার্ড লেখা, ‘জামশেদ হত্যার বিচার চাই’। শিক্ষার্থীরা শ্লোগান দিচ্ছেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’। তাদের আন্দোলন-অবরোধে রাস্তায় লম্বা জ্যাম। সারি সারি দাঁড়িয়ে আছে রিক্সা, মাইক্রোবাস, প্রাইভেটকার, বাস। একটু পর জানা গেলো এটি শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির শুটিং।

কিছুক্ষণ পর সেখানে হাজির হলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। প্রধান সহকারী পরিচালক শ্রাবন্তীকে দৃশ্য বুঝিয়ে দিলেন। পাশে শত শত শিক্ষার্থী রাজপথ অবরোধ করে আছে।

শ্রাবন্তী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এ ছবিটার সবচেয়ে বড় শক্তি হচ্ছে গল্প। প্রথমবার একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছি। এছাড়া এই ছবির উদ্দেশ্য জনগুরুত্বপূর্ণ। নিরাপদ সড়কের দাবি নিয়ে গল্পটা। বাংলাদেশ-ভারত সব জায়গায় সড়ক দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনার প্রতিকারে যে আন্দোলন, তা নিয়েই ‘বিক্ষোভ’ ছবির গল্প। এখানে কাজ করে খুব মজা পাচ্ছি। সবাই খুব আন্তরিক। আশাকরি আমাদের এই ছবিটা সবাই পছন্দ করবে।”

পরিচালক শামীম আহমেদ রনি বলেন, “আজ খুব উত্তেজনাময় একটি দৃশ্যের শুটিং করছি। গল্পটা পুরোটা বললে টুইস্ট নষ্ট হয়ে যাবে। ছবিতে আরও চমক রয়েছে। ছবিতে অতিথি চরিত্রে ইলিয়াস কাঞ্চনকে নেওয়ার জন্য। কারণ, উনি ‘নিরাপদ সড়ক চাই’ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে লড়ছেন। আমার ছবির উপজীব্য বিষয়ও সেটা।”

‘বিক্ষোভ’ ছবিতে আরও অভিনয় করেছেন শান্ত খান রজতাভ দত্ত, জয়দীপ ব্যানার্জি, সাদেক বাচ্চু, সাবেরি আলম, শুভশ্রী কর প্রমুখ। এই ছবির মাধ্যমেই বাংলাদেশি কোনো ছবির গানে প্রথম পারফর্ম করছেন বলিউডের সানি লিওন। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী কোনাল।