বঙ্গবন্ধুকে নিয়ে অঞ্জন দত্তের গান

By স্টার অনলাইন রিপোর্ট
26 January 2020, 11:33 AM
UPDATED 26 January 2020, 17:36 PM

কলকাতার স্বনামখ্যাত কণ্ঠশিল্পী অভিনেতা অঞ্জন দত্ত বঙ্গবন্ধুকে নিয়ে গান বাঁধলেন। শুধু গান বেঁধেই চুপ ছিলেন না, গিটারেও সুর তুলে গেয়েছেন গানটি।

গানের কথা হলো: এখনো মুক্তি পায়নি অনেক মন/ এখনো চলছে মানুষের হাহাকার/ তাই স্বাধীন চিন্তা যতোবারই হবে খুন/ মনে পড়ে যায় বন্ধু আমার। মনে পড়ে যায় সেই রাতের কথা/ দশ বছরের রাসেলের চিৎকার/ আমার স্বাধীনতার দিনে তুমি হলে শহীদ/ মনে পড়ে যায় বন্ধু আমার।/ মনে পড়ে যায় তোমাকে চে গুয়েভারা/ মনে পড়ে যায় রবি ঠাকুর/ মনে পড়ে যায় মার্টিন লুথার কিং/ মনে পড়ে যায় তোমাকে মুজিবুর।

৩১তম বিসিএস ক্যাডার আয়োজিত মুজিববর্ষ ও চাকরিতে যোগদানের ৭ম বর্ষ পূর্তির অনুষ্ঠানে গাওয়ার আমন্ত্রণ জানানো হয় অঞ্জন দত্তকে। ছেলে নীল দত্ত ছিলেন বাবার সঙ্গী। নীলকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধুর স্মৃতিবহ ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে। ঘুরে ঘুরে সেই বাড়িটি দেখেছেন তারপর লিখেছেন গানের কথা, তুলেছেন সুর।

গানটি গাওয়ার আগে অঞ্জন দত্ত বললেন, “কলকাতা থেকে এসেই সোজা বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে গিয়েছি। একাধিকবার আসলেও সেই স্মৃতিবিজড়িত বাড়িতে কখনো যাওয়া হয়নি। এবার আয়োজকদের কল্যাণে সেখানে যাওয়া হলো।”

“শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে যখন ৩২ নম্বর বাড়িতে গেলাম, এবং সেই রাতের (১৯৭৫ সালের ১৫ আগস্ট) ঘটনা শুনতে শুনতে আমার মাথায় গানটা এসে গেলো,” যোগ করেন ‘২৪৪১১৩৯’-খ্যাত শিল্পী।