‘কেউ কথা রাখেনি’ মিনারের

By স্টার অনলাইন রিপোর্ট
27 January 2020, 10:25 AM
UPDATED 27 January 2020, 16:29 PM

‘কেউ কথা রাখেনি ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গোধূলি বেলায় দু’হাত বাড়িয়ে, খুব আদর মেখে আর ডাকেনি’- এমন কথার একটি গান প্রকাশিত হয়েছে মিনারের।

‘কেউ কথা রাখেনি’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি সুর ও কম্পোজিশন শিল্পীর নিজের। সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। ২০২০ সালে শিল্পীর প্রথম প্রকাশিত গান এটি। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটি।

এরই মধ্যে ১৪ লাখ ৪৮ হাজারেরও বেশি শোনা হয়েছে গানটি। সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ নিজের ফেসবুকে শেয়ার করে প্রশংসা করেছেন গানটির।

মিনার রহমান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, “আমরা সবাই একা জন্মগ্রহণ করেছি এবং আমাদের সবাইকে একা চলে যেতে হবে। স্মরণ করার জন্য কিছু স্মৃতি থেকে যায়। সেসব কথা নিয়ে এই গানটি।”

গানটিকে ২০২০ সালে শ্রোতাদের জন্য উপহার হিসেবে উল্লেখ করেছেন।

২০০৮ সালে মিনারের প্রথম একক অ্যালবাম ‘ডানপিটে’ প্রকাশিত হয়। অ্যালবামের ‘সাদা’, ‘বন্ধু’, ‘জানি’ গান তিনটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর ‘আড়ি’ এবং ‘আহারে’ শিরোনামের অ্যালবাম প্রকাশিত হয়েছে।

২০১৬ সালে ‘ঝুম’ গানটি বেশ সাড়া ফেলে। এখন পর্যন্ত চার কোটির বেশি ভিউ হয়েছে গানটির।