ফেব্রুয়ারিতে আসছে শাকিব খানের ‘বীর’

By জাহিদ আকবর
28 January 2020, 11:55 AM
UPDATED 29 January 2020, 14:53 PM

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ‘বীর’ ছবি নিয়ে আসছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ।

‘হিরো: দ্যা সুপার স্টার’ এবং ‘পাসওয়ার্ড’-এর পর এটি তৃতীয় ছবি হিসেবে এসকে ফিল্মসের প্রযোজনায় নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে।

আগামী ফেব্রুয়ারি মাসেই ‘বীর’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। গত বছরের ১২ ডিসেম্বর ‘বীর’ ছবির ফার্স্টলুক প্রকাশ পেলে তা দর্শক মহলে প্রশংসিত হয়। 

শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বীর ছবির কাজ শেষ হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই সেন্সরে যাবে। আগামী ফেব্রুয়ারি মাসেই ছবিটি মুক্তি পাবে। এই ছবির চরিত্রটির জন্য নিজেকে তৈরি করতে অনেক সময় লেগেছে। গল্পটাই এমন যে নিজেকে ভালো ভাবে প্রস্তুত করতে হয়েছে। বাকিটা স্ক্রিনে দেখলে দর্শকরা বুঝতে পারবেন।”

ছবিটির পরিচালক কাজী হায়াৎ বলেন, “আমার পরিচালনা জীবনের ৫০তম ছবি, স্বপ্নের প্রজেক্ট হলো ‘বীর’। দীর্ঘসময় নিয়ে ছবিটির গল্প ও সংলাপ লিখেছি। গবেষণা করে কাজটি করেছি। দর্শকের কাছেও যাতে ছবিটি বিশেষ হয়ে থাকে, সেভাবেই কাজটি করছি। আমার দীর্ঘ সিনেমা জীবনের গুরুত্বপূর্ণ একটা সিনেমা হবে এটি।”

‘বীর’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, মিশা সওদাগর, নাদিমসহ অনেকেই।