দিল্লিতে সিএএ-বিরোধী মিছিলে গুলি

By স্টার অনলাইন রিপোর্ট
30 January 2020, 14:10 PM
UPDATED 30 January 2020, 20:13 PM

দিল্লিতে নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুলি চালিয়ে এক ছাত্রকে আহত করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায় যে দেশজুড়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে রাজধানীতে প্রথম এই ধরণের ঘটনা ঘটল।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ওপর অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এক ব্যক্তি বিক্ষোভের বিরুদ্ধে স্লোগান দিয়ে গুলি চালায়।

আহমেদ জহির নামে একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, “ঘটনার সময় পাশেই পুলিশ দাঁড়িয়েছিল।”

রয়টার্স একটি ছবি প্রকাশ করেছে, যেখানে কালো জ্যাকেটে গায়ে এক ব্যক্তিকে একনলা বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার কয়েক মিটার দূরে সারিবদ্ধ পুলিশ দেখা যায় রয়টার্সের ওই ছবিতে।

সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানালেও তার পরিচয় নিশ্চিত করা হয়নি।

গত ডিসেম্বর থেকে ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে।

বিশ্ববিদ্যালয়টির সামনে এর আগেও বেশ কয়েকটি বড় বিক্ষোভ হয়। বৃহস্পতিবার, পুলিশ বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা আটকে দিলে একদল শিক্ষার্থী ব্যারিকেডের পাশে অবস্থান নেয়।

এরই মধ্যে ওই অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি সেখানে চলে আসে এবং হঠাৎ করেই ছাত্রছাত্রীদের দিকে বন্দুক তাক করে গুলি চালায়।