পুরনো গান নতুন করে

By স্টার অনলাইন রিপোর্ট
13 February 2020, 16:06 PM
UPDATED 13 February 2020, 22:10 PM

'আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন’- শ্রোতাপ্রিয় এই গানটি ‘আমি সেই মেয়ে’ ছবিতে গেয়েছিলেন ভারতের কণ্ঠশিল্পী কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। সেই গান আবার নতুন করে গাইলেন কণ্ঠশিল্পী কিশোর ও ঝিলিক।

গানটির নতুন করে সংগীতায়োজনও করেছেন কিশোর।

অনুপম রেকর্ডিং মিডিয়া থেকে এ গানটি ভিডিওসহ প্রকাশ হলো আজ। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দনরয় চৌধুরী। গানের ভিডিওতে দেখা যাবে শিল্পী দুজনকেই।

কিশোর দ্য ডেইলি স্টার অনলাইকে বলেন, “তুমুল জনপ্রিয় একটি গান নতুন করে গাইলাম আমি ও ঝিলিক। চেষ্টা করেছি নিজেদের শতভাগ দিয়েই গানটির কাজ করার। গানটি শুনতে শুনতে শ্রোতারা পুরনো দিনে ফিরে যাবেন।  আমার বিশ্বাস সব শ্রেণির শ্রোতার কাছে গানটি গ্রহণযোগ্য হবে”।

ঝিলিক দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এমন একটি জনপ্রিয় গান আবার নতুন করে গাইতে পেরে বেশ ভালো লাগছে। গানের সঙ্গে জড়িত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এটি শ্রোতাদের জন্য আমার ভালোবাসা দিবসের উপহার”।