অমিতাভের অমৃতবাণী

By স্টার অনলাইন ডেস্ক
14 February 2020, 12:16 PM
UPDATED 14 February 2020, 18:21 PM

“কেউ যদি আপনার কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করেন, গুরুত্ব দেবেন না। সন্দেহ করা হয় সোনার মতো মূল্যবান জিনিসে, কয়লার মতো জিনিসে নয়”, অমিতাভ বচ্চন গতকাল এ কথা লিখেছেন নিজের টুইটারে।

৭৮ বছর বয়সেও কর্মঠ তরুণের মতো একের পর এক সিনেমা করে যাচ্ছেন অমিতাভ বচ্চন। মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে তার চারটি সিনেমা- ‘চেহেরে’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুন্দ’ এবং ‘গুলবো-সিতাবো’।

‘চেহেরে’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, সঙ্গে ইমরান হাশমি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে তাকে। ‘গুলবো-সিতাবো’ ছবিতে বিগ বির সঙ্গে থাকছেন আয়ুষ্মান খুরানা।