নায়ক-রাজনীতিক তাপস পালের চিরবিদায়

By স্টার অনলাইন ডেস্ক
18 February 2020, 04:46 AM
UPDATED 18 February 2020, 11:03 AM

জনপ্রিয় অভিনেতা তাপস পাল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। আজ মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য গত দুই বছর ধরে হৃদরোগে ভুগছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মেয়ে সোহিনীর সঙ্গে দেখা করে ফিরছিলেন তাপস পাল। মুম্বাই বিমানবন্দরে পৌঁছালে বুকে ব্যথা অনুভব করেন তিনি। তখন তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগেও বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।