শিল্পকলা একাডেমি, মহিলা সমিতিও বন্ধ হয়ে যাচ্ছে

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
17 March 2020, 10:37 AM
UPDATED 17 March 2020, 16:43 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হল- জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল ছাড়াও বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতিতে নিয়মিত নাটক মঞ্চায়ন হয়ে আসছে অনেক বছর ধরে।

করোনাভাইরাস আতঙ্কে সিনেমা হল বন্ধের পর এবার ঘোষণা এলো মঞ্চনাটক বন্ধ হওয়ার। আগামীকাল থেকে মঞ্চপাড়ায় কোনো নাটক মঞ্চায়ন হবে না।

এই সিদ্ধান্ত বলবৎ থাকবে চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত। পরিস্থিতি অনুকূলে না এলে নতুন করে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এসব তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ।

তিনি বলেন, ‘সবকিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে প্রায় সবগুলো দল জেনে গেছে খবরটি। যদি খুব প্রয়োজনীয় ও জরুরি কিছু থাকে, আজ সেগুলো করা যাবে। ১৮ মার্চ থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সব ধরনের মঞ্চনাটক, সেমিনার ও অন্যান্য অনুষ্ঠান।’

কামাল বায়েজীদ আরও বলেন, ‘চলতি মাসের ২০ তারিখ হল বরাদ্দ নিয়ে আমাদের বৈঠক আছে। বৈঠকে পরের মাসে নাটক মঞ্চায়নের জন্য হল ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, শিল্পকলা একাডেমির তিনটি হল ও মহিলা সমিতিতে চলতি মাসের নাটক মঞ্চায়নের জন্য আগে থেকেই হল ভাড়া দেওয়া হয়েছিল। অবশ্য এক মাস আগে থেকেই হল ভাড়া নিতে হয়। তবে নতুন সিদ্ধান্তের পর যেসব নাটক এ মাসে মঞ্চায়নের কথা ছিল, তা আজ থেকে আর মঞ্চায়ন হবে না।

নাট্যজন মামুনূর রশীদ বলেন, ‘প্রকৃতির কাছে আমরা অসহায়। এখানে কারও হাত নেই। আমরা যেটা করতে পারি তা হলো সচেতনতা অবলম্বন। তার জন্যই এমন সিদ্ধান্ত। এটাকে মেনে নিতেই হবে।’

আইটিআই (ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিটিউট) এর সান্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, ‘কয়েকদিন আগের এক বৈঠকে আমিই শিল্পকলা একাডেমিতে প্রস্তাব করেছিলাম, আপাতত নাটক মঞ্চায়ন বন্ধ রাখা হোক।’

‘কেননা এখন যতটা সম্ভব লোক সমাগম আমরা এড়িয়ে চলতে পারি, ততই মঙ্গল। এর ওপর ভিত্তি করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি মনে করি এটি ভালো উদ্যোগ’, বলেন তিনি।