কোয়ারেন্টিনে অমিতাভ বচ্চন, দিলীপ কুমার

By স্টার অনলাইন ডেস্ক
18 March 2020, 11:39 AM
UPDATED 18 March 2020, 17:44 PM

নতুন করোনাভাইরাসের সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টিনে আছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। মঙ্গলবার, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।

হাতে ‘হোম কোয়ারেন্টিন’ সিল দেওয়া একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মুম্বাইতে অমোচনীয় কালি দিয়ে হাতে সিল দেওয়া হচ্ছে। নিজেকে সুরক্ষিত রাখুন, সতর্ক থাকুন, শনাক্ত হলে বিচ্ছিন্ন থাকুন।’

এদিকে, ‘সেলফ আইসোলেশন’ এ আছেন আরেক বলিউড কিংবদন্তী দিলীপ কুমার। টুইটে তিনি জানান, তার স্ত্রী সায়রা বানু খেয়াল রাখছেন যাতে তিনি সংক্রমিত না হন।